পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ করেছে বালুচ লিবারেশন আর্মি। পণবন্দি ট্রেনের নটি কামরায় থাকা সাধারণ যাত্রী-সহ পাক নিরাপত্তারক্ষীরা।পাকিস্তানে এ যাবৎকালের সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা। বালুচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয়েছে যে ট্রেনের ১৮২ জন যাত্রী তাদের কবজায়।
অন্যদিকে, পাক পুলিশের দাবি, মাত্র ৩৫ জনকেই পণবন্দি করতে পেরেছে সন্ত্রাসবাদীরা। শুধু তাই নয়, পাক পুলিশ সূত্রে দাবি, ট্রেনের মহিলা ও শিশু-সহ ৩৫০ জন যাত্রী একেবারে সুরক্ষিত রয়েছে।
পাক ডিস্ট্রিক্ট সিনিয়র অফিসার রানা দিলাওয়ার দাবি করেছেন, ট্রেনে ৩৫০ জন যাত্রীকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তাদের ফিরিয়ে আনতে উপদ্রুত এলাকায় যাচ্ছে রিলিফ ট্রেন। এ দিকে পণবন্দিদের বদলে বালোচ আন্দোলনকারীদের মুক্তির দাবি তুলেছে বিএলএ। একইসঙ্গে আন্দোলনকারীরা এই দাবি পূরণের জন্য ৪৮ ঘণ্টা সময়ও বেধে দিয়েছে।
মঙ্গলবার সকালে হঠাৎ পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে আস্ত একটি ট্রেনের উপর হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি৷ যাত্রীদের পণবন্দি করার সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা ৩০ নিরাপত্তা রক্ষীকে খতম করেছে জঙ্গিরা বলে জানা গিয়েছে। এখনও ৮০ জন যাত্রীকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। তার মধ্যে রয়েছেন ৪৩ জন পুরুষ, ২৬ মহিলা ও ১১ জন শিশু। সমস্ত পণবন্দিদেরই জঙ্গিদের কবল থেকে ছাড়াতে সবরকমের চেষ্টা করছে পাক সেনা। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা রক্ষীরা। চলছে প্রবল গুলির লড়াই।
উল্লেখ্য, ৯টা নাগাদ বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাওয়ার পথে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি ।
–
–
–
–
–
–
–
–





























































































































