সামনেই দোল উৎসব (Holi)। তাঁর আগেই রাজ্য জুড়ে ক্ষতিকর আবিরের রমরমা বাজার। চিন থেকে চোরাপথে খারাপ কেমিক্যাল মেশানো রং- এর কথা জানতে পেরেই কড়া নজরদারি শুরু গোয়েন্দাদের। সতর্ক কলাকাতা পুলিশও (kolkata police surveillance before holi)।
রঙের উৎসবে গালে মুখে নানা রঙের আবির মেখে উৎসবে মেতে ওঠেন সকলেই। ইতিমধ্যেই বহু ব্যবসায়ীও বড়বাজার থেকে আবির কিনে বিক্রি করেন নিজেদের এলাকায়। রাস্তার উপর চাঁদোয়া খাটিয়েও বিক্রি হচ্ছে পিচকারি, মুখোশ, রং আর আবির। গোয়েন্দা সূত্রের খবর দেশের কয়েকটি ব্যবসায়িক সংস্থা চিন থেকে রং বা আবির আমদানি করে। কিন্তু এবারে চোরাপথে সস্তার আবিরও পাচার হয়েছে রাজ্যে। সেই আবির দোলের অনেকটা আগে থেকেই চিন থেকে নেপাল হয়ে পাচার হয়ে এসেছে উত্তরবঙ্গ ও বিহারে। জমা হয়েছে কলকাতার বড়বাজারের বড় বড় গোডাউনে। ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলাতেও। এই আবির বা রঙের দাম অনেকটাই কম তাই তা কেনার ঝোঁক বেশি। কিন্তু এতে এতটাই বিষাক্ত কেমিক্যাল থাকে যা স্বাস্থ্য ও পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকর। সেই কারণে গোয়েন্দা, পুলিশের নজরদারিতে রয়েছে বড়বাজারের গোডাউনগুলি। ইতিমধ্যেই বেশ কিছু রং- আবিরের প্যাকেট বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–