রঙিন উৎসবের দিনে প্রেমের উষ্ণতার পাশাপাশি আবহাওয়ার তাপমাত্রাও উর্ধ্বমুখী হতে চলেছে। চলতি সপ্তাহে দোলের (Holi festival) দিন কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রিতে। জেলায় জেলায় প্রায় চল্লিশ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে যাবে তাপমাত্রা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। যদিও উত্তরের সম্পূর্ণ ভিন্ন ছবি। দার্জিলিং, কালিম্পং-সহ পাঁচ-ছয় জেলায় শুক্রবার পর্যন্ত বৃষ্টি (Rain) চলবে।
দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট চলবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর – এই ৬ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার অর্থাৎ দোলের দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং অসম – রাজস্থানে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়ছে। সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও যত সময় গড়াবে ততই বাড়বে তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































