মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্যের মা-মাটি-মানুষের সরকার। মঙ্গলবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই-এর বার্ষিক সভায় সেই কথাই জানালেন মন্ত্রী ডা. শশী পাঁজা। তিনি বলেন, রাজ্যের স্থায়ী আর্থিক বৃদ্ধির জন্য প্রয়োজন নারী ক্ষমতায়ন। তাই বড় শিল্পের পাশাপাশি ছোট-মাঝারি শিল্পেও সমান গুরুত্ব দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, আমাদের সরকার মহিলাদের সার্বিক ক্ষমতায়নের জন্য এমএসএমই-র উপর সবথেকে বেশি জোর দিয়েছে। দেশের মধ্যে সব থেকে বেশি মহিলা পরিচালিত সংস্থা রয়েছে বাংলায়। এদিন মন্ত্রী আরও বলেন, রাজ্যে কারিগরি শিক্ষায় ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা হচ্ছে যাতে তাদের কর্মসংস্থানে সুবিধা হয়। সিআইআই-এর বার্ষিক সভায় মন্ত্রী শশী পাঁজা ছাড়াও ছিলেন সন্দীপ কুমার, এস কে বেহারা, ড. অ্যান্ড্রু ফ্লেমিং, দফতরের সচিব ড. সৌমিত্র মোহন, হেমন্ত মালিয়া, দেবাশিস দত্ত ও দীপঙ্কর বি।
আরও পড়ুন- বালুচিস্তান সীমানায় ট্রেন হাইজ্যাক! পণবন্দি ১৮২, খতম ২০ সেনা, দাবি বালোচ লিবারেশন আর্মির
_
_
_
_
_
_
_
_
_