সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর এবার এই টুর্নামেন্টের সেরা দল বেছে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আইসিসির সেরা একাদশে ভারতের হয়ে রয়েছেন মোট পাঁচজন। তবে সেই দলে জায়গা হল না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার।
আইসিসি যে দল ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে, দলে রয়েছেন টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিরাট কোহল, শ্রেয়স আইয়র, কে এল রাহুল, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী। তবে নেই রোহিত। যদিও তার কারণ হিসাবে মনে করা হচ্ছে, ভারত অধিনায়ক শুধু ফাইনালেই রান করেছেন। বাকি টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি। এই দলের অধিনায়ক মিচেল স্যান্টনার।
ওপেনার হিসাবে রয়েছে নিউজিল্যান্ডের রাচিন রাবীন্দ্র। কোহলি রয়েছেন তিনে। আইসিসি-র দলেও মিডল অর্ডারে রয়েছেন রাহুল এবং শ্রেইয়স আইয়র।
একনজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশঃ
রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মহম্মদ শামি, ম্যাট হেনরি এবং বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা লখনৌ শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন এই পেসার
–
–
–
–
–
–