CII পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান দেবাশিস ও রূপক

0
3

২০২৫-২৬ সালের জন্য কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ-এর (CII) পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজিএস (বি. জি. সমাদ্দার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড) গ্রুপের ডিরেক্টর দেবাশিস দত্ত (Debashis Dutta)। ভাইস চেয়ারম্যান হয়েছেন উডল্যান্ডস হাসপাতালের MD এবং CEO রূপক বড়ুয়া (Rupak Burua)। মঙ্গলবার, কলকাতায় অনুষ্ঠিত পুনর্গঠিত পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের প্রথম সভায় তাঁদের নাম ঘোষণা করা হয়।

১৯২০ সালে কাস্টমস ব্রোকার কোম্পানি ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরওয়ার্ডিং অ্যান্ড লজিস্টিকস প্রতিষ্ঠিত হয়। বিজিএস গ্রুপের ডিরেক্টর দেবাশিস। কলকাতার প্রথম কাস্টমস ব্রোকার কোম্পানি বিজিএস গ্রুপ যার AEO সার্টিফিকেশন রয়েছে। দেবাশিস দত্ত ফেডারেশন অফ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া (FFFAI)-এর প্রাক্তন চেয়ারম্যান এবং উপদেষ্টা এবং বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI)-এর সদ্য প্রাক্তন সভাপতি। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদকও।

তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন রূপক বড়ুয়া উডল্যান্ডস হাসপাতালের এমডি ও সিইও। পূর্ব ভারতের স্বাস্থ্যসেবা পরিষেবা এবং প্রশাসনের ক্ষেত্রে সবচেয়ে বহুমুখী ও দক্ষ পেশাদার রূপক বড়ুয়া। অত্যাধুনিক সুযোগ-সুবিধা, সরঞ্জাম এবং বিশ্বমানের চিকিৎসকদের সমন্বয়ে বহু-বিশেষায়িত এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং কার্যকরভাবে সম্পদ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সহ-সভাপতি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান স্নাতক এবং আইআইএম আহমেদাবাদ, আইআইএম বেঙ্গালুরু ও সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিভিন্ন প্রোগ্রাম করেন। দেবাশিস ও রূপককে পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করল CII।