আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা লখনৌ শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন এই পেসার

0
3

হাতে আর মাত্র কয়েক দিন তারপরই শুরু ২০২৫ আইপিএল। তবে তার আগে বড় ধাক্কা খেল লখনৌ সুপার জায়ান্ট। চোটের কারণে আইপিএলের প্রথমার্ধ থেকে ছিটকে গেলেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব। ঠিক কোন সময়ে তিনি আইপিএল খেলতে পারবেন, তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, লাম্বার স্ট্রেস চোট সারাচ্ছেন মায়াঙ্ক। যার জন্য তিনি এই মুহুর্তে রয়েছেন বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। গত অক্টোবর মাসে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক করার পর চোট পেয়েছিলেন মায়াঙ্ক। মায়াঙ্ককে পুরোপুরি সুস্থ করার চেষ্টা করছে লখনৌ। এই নিয়ে এলএসজি ডিরেক্টর অফ ক্রিকেট জাহির খান বলেন, “আমরা চাই মায়াঙ্ক ১৫০ শতাংশ ফিট হয়ে খেলতে নামুক। শুধু ১০০ শতাংশ ফিট হলেই খেলিয়ে দিতে নই।”

যদিও মায়াঙ্ক কবে ফিরবেন, সে নিয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ নেই। বর্তমানে সেন্টার অফ এক্সেলেন্সে বোলিং শুরু করেছেন মায়াঙ্ক। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আইপিএলের দ্বিতীয়ার্ধে ফিরে আসতে পারবেন মায়াঙ্ক। মেগা নিলামের আগে মায়াঙ্ককে ১১ কোটি টাকায় রিটেইন করেছিল লখনউ সুপার জায়ান্ট। আসন্ন আইপিএলে লখনৌ প্রথম ম্যাচ ২৪ মার্চ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা।

আরও পড়ুন- কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার, ক্ষমতা ব্রিজভূষণের ঘনিষ্ঠেরই হাতে