গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। আর এই জয়ের পর উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় রোহিত-কোহলিদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাদা ব্লেজার পরানো হয় চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের। কেন এই সাদা ব্লেজার পরতে হয় চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের? চলুন জেনে নেওয়া যাক।
দেখা গিয়েছে, বোর্ড সভাপতি রজার বিনি হাত থেকে এক বিশেষ সাদা ব্লেজার পরে ভারতীয় ক্রিকেটাররা । এবং সব শেষে আইসিসি সভাপতি জয় শাহের হাত থেকে ট্রফি নেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও এটা নতুন নয়, ২০১৭ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর হোক বা ২০১৩ সালে ভারত , একই ভাবে জয়ী দলের সদস্যদের সাদা ব্লেজার পরতে হয়েছিল। কিন্তু কেন?
২০০৯ সালের আগে এই রীতি ছিল না। এটি এসেছে ২০০৯ সালে, যখন আয়োজক দক্ষিণ আফ্রিকা এই রীতি চালু করেছিল। সাফল্যের প্রতীক হিসেবে এই ব্লেজারকে সামনে আনা হয়েছিল। আর সেই রীতি মেনেই ২০১৩, ২০১৭ আর এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের ক্রিকেটারদের সাদা ব্লেজার দেওয়া হয়।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্ক, ছিলো না পিসিবির কোন কর্তা, মুখ খুলল আইসিসি
–
–
–
–
–
–
–
–