আইপিএলে একাধিক নিষেধাজ্ঞা, বোর্ডকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

0
3

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে আইপিএল-এর ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক চিঠি দিয়েছে আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাতে বলা হয়েছে, তামাকজাত এবং অ্যালকোহল রয়েছে এমন পণ্যের সমস্ত বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে আইপিএলে। এই দু’ধরনের জিনিসের সঙ্গে সম্পর্কিত অন্য পণ্যের বিজ্ঞাপনও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কারণ ‘ক্যানসার, ফুসফুসের রোগ, হাইপারটেনশনের মতো নানা অসুখ বাড়ছে দেশজুড়ে। আর এই সমস্ত অসুখের নেপথ্যে রয়েছে তামাক এবং মাদক। তামাকজনিত অসুখে মৃত্যুর নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাই আইপিএলের মঞ্চ থেকে এই ধরণের পণ্যের বিজ্ঞাপন দেখানো বন্ধ করা উচিত। কারণ ভারতে সবচেয়ে বেশি দর্শক রয়েছে আইপিএলেই।

এই নিয়ে চিঠিতে বলা হয়েছে, স্টেডিয়াম এবং সংলগ্ন যে সব জায়গায় আইপিএলের খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেইসব স্থানে এবং টেলিভিশন সম্প্রচারে তামাক বা মাদকদ্রব্যের বিজ্ঞাপন দেখানো যাবে না। সমস্ত অনুমোদিত অনুষ্ঠান, পরিকাঠামোগুলিতে তামাক এবং অ্যালকোহলজাত পণ্য বিক্রয় নিষিদ্ধ করতে হবে। যে সব প্রাক্তন খেলোয়াড় বা ধারাভাষ্যকার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই ধরণের বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের কেন পরতে হয় সাদা ব্লেজার? চলুন জেনে নেওয়া যাক