বর-কনে ছাদনাতলায় যাওয়ার আগেই ধুন্ধুমার কাণ্ড।দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার (New Township Police Station Area, Durgapur)ভ্যাম্বে কলোনিতে বিয়েবাড়ির গান বাজানো নিয়ে বচসার জেরে চলল গুলি,মৃত্যু এক যুবকের। কনেবাড়ির আত্মীয়র মৃত্যুতে অভিযোগের আঙ্গুল বরপক্ষের দিকে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে বরযাত্রী নিয়ে বিয়ের আসরে পৌঁছয় বর। শোনা যায় সেই সময় লাউড স্পিকারে যে গান বাজানো হচ্ছিল তা নিয়ে দু পক্ষের মধ্যে একটা বচসা শুরু হয়। যত সময় এগোতে থাকে ততই তা মারাত্মক আকার ধারণ করে, ঘাবড়ে যান নিমন্ত্রিত অতিথিরা। এরপরই গুলি চলে বলে অভিযোগ। বিয়ে বন্ধ করে দেয় মেয়েপক্ষ। কনের মামা অবিনাশ বেদ বলেন, “বরযাত্রীর লোকেরা আমাদের উপর হামলা চালায়। আমার ভাগ্নেকে (আর্টিস্ট বেদ) গুলি করে খুন করা হয়। আমরা দোষীদের শাস্তি চাইছি।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় (Subir Roy) জানিয়েছেন গুলি চলার কোনও ঘটনা ঘটেনি বরং যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মনে করা হচ্ছে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–