সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬টি ঝুপড়ি! ব্যাহত ট্রেন চলাচল

0
1

সকাল সকাল সন্তোষপুর স্টেশনে আগুন (fire broke out at santoshpur station)! লেলিহান শেখায় চোখের নিমেষে পুড়ে ছাই স্টেশন সংলগ্ন ১৫-১৬ টি ঝুপড়ি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে রবিবাসরীয় রেল যাত্রায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। ব্যাহত শিয়ালদহ বজবজ শাখার (Sealdah -Budge Budge route) ট্রেন চলাচল। দু’ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকাল ৭:১৫ মিনিট নাগাদ সন্তোষপুর স্টেশনের একাংশে আগুনের লেলিহান শিখা দেখা যায়। নিমেষের মধ্যে আগুন প্লাটফর্ম সংলগ্ন পার্শ্ববর্তী ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় বস্তিবাসী এবং স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। এখনো পর্যন্ত ১৬-১৭টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ছুটির দিন হওয়ায় স্টেশনে যাত্রীসংখ্যা অন্যান্য দিনের থেকে কম ছিল। এদিন অগ্নিকাণ্ডের ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ওই লাইনে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। স্বাভাবিকভাবেই প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে বলে রেলের তরফে জানানো হয়েছে।। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।