রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম আবির্ভাব তিথির এক সপ্তাহ পরে রবিবার (৯ মার্চ) বেলুড় মঠে (Belur Math) পালিত হচ্ছে ঠাকুরের জন্মমহোৎসব (Public Celebration of 190th Birth Anniversary of Sri Ramakrishna Paramhamsa)। ভক্তদের কাছে এই দিনটি সাধারণ উৎসব হিসেবেই পরিচিত। এদিন সকাল থেকেই রামকৃষ্ণ মঠ মিশন (বেলুড়) চত্বরে রকমারি জিনিসের মেলা বসেছে। ভিড় জমিয়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে ভোট প্রসব বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
প্রত্যেক বছর ফাল্গুন মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব তিথি উৎসবের পর এক সপ্তাহ ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বেলুড়মঠে (Ramakrishna Math Ramakrishna Mission)। এক সপ্তাহ পর যে রবিবার আসে সেই দিন সাধারণ উৎসব পালিত হয়। এই উপলক্ষে বেলুড় মঠের দরজা সারা দিন সকলের জন্য উন্মুক্ত থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সকাল থেকেই মঠ প্রাঙ্গণের ভেতরে পসরা সাজিয়ে বসেন ছোট বড় বিক্রেতারা। খেলনা, নিত্য প্রয়োজনীয় টুকিটাকি থেকে বাদাম, জিলিপির মতো খাবারের দোকানেও উঁকি দিচ্ছেন ভক্তরা। সঙ্গে গঙ্গা সংলগ্ন মাঠে তৈরি অনুষ্ঠান মঞ্চে চলছে নানা সাংস্কৃতিক উপস্থাপনা।
এক সপ্তাহ ধরে কখনও পুতুল নাচ, কখনও ছৌ নাচ, আবার কখনও মূকাভিনয় বা নাটকের মতো একগুচ্ছ সাংস্কৃতিক পরিবেশনা হয়েছে। আজ শেষ দিন। জমজমাট বেলুড়ের রামকৃষ্ণ মঠ মিশন প্রাঙ্গণ।
–
–
–
–
–
–
–
–
–
–