ফের একবার কলকাতা শহরে পা রাখার সম্ভাবনা তৈরি হয়েছে লিওনেল মেসির (Lionel Messi)। তবে তার আগেই লিগ শিল্ড জয়ী মোহনবাগানের (Mohunbagan) জন্য শুভেচ্ছা বার্তা আর্জেন্টিনার ফুটবল তারকার। যদিও সেই সঙ্গে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্যও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। তার সত্যতা এখনও জানা যায়নি।
বাংলার বিশিষ্ট ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত সম্প্রতি দেখা করেন মেসির সঙ্গে। মোহনবাগানের জন্য আর্জেন্টিনার জার্সিতে মেসির স্বাক্ষর ও শুভেচ্ছা আদায় করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেই দাবি করা হয়েছে শতদ্রুর হাত ধরে মেসি (Lionel Messi) পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য শুভেচ্ছা বার্তা। যদিও এ সম্পর্কে মুখ্যমন্ত্রীর দফতর থেকে কোন সত্যতা যাচাই করা হয়নি। মেসির সাক্ষাতে গিয়ে শতদ্রু দাবি করছেন মেসিকে ২০২৬ সালের ফের একবার ভারতে, তথা বাংলায় নিয়ে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন তিনি।
–
–
–
–
–
–
–
–
–