রাজস্ব আদায় যাতে সমান থাকে, সে জন্য ২০১৭ সালের ১ জুলাই জিএসটি-র গড় হার ধরা হয়েছিল ১৫.৮%। কর আদায় বৃদ্ধি পাওয়ার পর ২০২৩ সালে তা কমে হয়েছে ১১.৪%। আগামী দিনে সেই হার আরও কমবে বলে তার আশা। সেই সঙ্গে জিএসটি-তে করের হার এবং স্তর সরলীকরণের কাজও শেষের মুখে বলে দাবি অর্থমন্ত্রীর। অর্থমন্ত্রী জানান, জিএসটি-র হার ও করের স্তর ঢেলে সাজানোর সঙ্গে নতুন কিছু ক্ষেত্রে করের হার ধার্য করার কাজ প্রায় শেষ। বিশেষ মন্ত্রী গোষ্ঠীর উপরে ওই কাজের দায়িত্ব ছিল।চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি জিএসটি পরিষদের বৈঠকে বিবেচনার জন্য পেশ করা হবে।
রবিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রসঙ্গে নির্মলা বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থায় সাধারণ খুচরো লগ্নিকারীর পুঁজি বাড়াতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার চায় আরও বেশি মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার কিনুক। তবে শেয়ার বাজারের দোলাচল নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। নির্মলা জানিয়েছেন, জিএসটি-র( gst) হার ও করের স্তর ঢেলে সাজানোর সঙ্গে নতুন কিছু ক্ষেত্রে করের হার ধার্য করার কাজ প্রায় শেষ। বিশেষ মন্ত্রী গোষ্ঠীর উপরে ওই কাজের দায়িত্ব ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি জিএসটি পরিষদের বৈঠকে বিবেচনার জন্য পেশ করা হবে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রসঙ্গে নির্মলা বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থায় সাধারণ খুচরো লগ্নিকারীর পুঁজি বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার চায় আরও বেশি মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার কিনুক।
–
–
–
–
–
–
–
–
–
–
–