আজ অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে নর্থইস্ট ইউনাইটেড, ক্লেটন, বিষ্ণুরাই ভরসা বিনোর

0
2

আইএসএল-এ আজকে আরেক ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সিনিয়র দলের অধিকাংশ ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল এদিন সকালে তুর্কমেনিস্তান রওনা হচ্ছে এফকে আর্কাদাগের বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগের ফিরতি পর্বের কোয়ার্টার ফাইনাল খেলতে। বুধবার রয়েছে সেখানে ম্যাচ। এদিকে আজই আবার শিলংয়ে আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলা নর্থইস্ট ইউনাইটেড। অস্কার ব্রুজো প্রথম দল নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে যাচ্ছেন। সহকারী বিনো জর্জ শিলংয়ে গিয়েছেন একমাত্র বিদেশি ক্লেটন সিলভা এবং জুনিয়রদের নিয়ে। তবে সিনিয়র দলের পি ভি বিষ্ণু, দেবজিৎ মজুমদার, নিশু কুমাররাও খেলবেন নর্থইস্টের বিরুদ্ধে।

জুনিয়রদের মধ্যে জেসিন টি কে, সায়ন বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন বিনোর দলে। শিলংয়ের আবহাওয়াই কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। শিলং ম্যাচ নিয়ে কোচ বিনো জর্জ বলেন, ‘‘কঠিন ম্যাচ। তবে তরুণদের কাছে পরীক্ষা। আমরা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করছি। রোজ নিজেদের উন্নত করার চেষ্টা করছি। প্রত্যেকটা ম্যাচের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। শেষ ম্যাচ হলেও আমাদের খেলোয়াড়েরা অনুপ্রাণিত। ”

অপর দিকে জেসিন বললেন, ‘‘আমাদের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী। চেষ্টা করব তিন পয়েন্ট পেতে।” বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে প্লে-অফের স্বপ্নভঙ্গ হয়েছে লাল-হলুদের। আলাদিন আজেরাইদের বিরুদ্ধে কঠিন লড়াই বিনোর দলের।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে গোয়া ম্যাচ জিতে উৎসবে মাততে মরিয়া মোহনবাগান