আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পাশে অভিনবত্ব উপায় নিয়ে এল রেল মন্ত্রক। নারী দিবসে মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। আপাৎকালীন পরিস্থিতির মোকাবিলা এবং দুষ্টের দমন করতে এই উদ্যোগ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রেলমন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতীয় রেলে লিঙ্গসাম্য রক্ষায় বদ্ধপরিকর। নারীদের ক্ষমতায়ন এবং নিরাপত্তা বৃদ্ধি করতেই এই উদ্যোগ।”
মহিলা আরপিএফ কর্মীদের হাতে সাধারণত মহিলাযাত্রী ও শিশুদের নিরাপত্তা রক্ষা দায়িত্ব থাকে। আরপিএফ সূত্রে খবর, অনেক সময় নির্জন জায়গায় বা কোন কঠিন পরিস্থিতিতে অপরাধীদের ধরতে সমস্যায় পড়েন কর্মীরা। তাই আপাতকালীন পরিস্থিতিতে অন্যদের ও নিজেদের সাহায্যের জন্য নারী দিবসে মহিলা আরপিএফ কর্মীদের হাতে এই লঙ্কার গুঁড়ো তুলে দিচ্ছে রেল মন্ত্রক।
এ প্রসঙ্গে আরপিএফ-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) মনোজ যাদব বলেন, “প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়ন চান। এই উদ্যোগ তাঁর সেই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই করা হয়েছে।” তিনি আরও জানান, “আমাদের মহিলা আরপিএফ কর্মীরা শক্তি, যত্ন এবং সহনশীলতার প্রতীক। তাঁদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দিয়ে আমরা মহিলা আরপিএফ কর্মীদের মনোবল এবং শক্তি বৃদ্ধি করতে চাই। মহিলাদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার পায়।”
আরও পড়ুন- ঝাড়গ্রামের চিড়িয়াখানায় এল ‘পলাশ’, নতুন সদস্যের নাম রাখলেন বনমন্ত্রী
_
_
_
_
_
_
_
_






























































































































