বাবা-মা টিউশন পড়তে যাওয়ার জন্য জন্য বকাবকি করেছিলেন দশ বছরের ছেলেকে। এতেই অপমানিত বোধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল চতুর্থ শ্রেণীর ছাত্র ইন্দ্রজিৎ দিগার (Indrajit Digar) । মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার (Jaipur Police Station) কারকবেড়িয়া গ্রামে। শোকে কাতর মৃতের পরিবারসহ এলাকাবাসী।
চতুর্থ শ্রেণীর ছাত্র ইন্দ্রজিৎ ছোটবেলা থেকেই খেলাধুলা করতে বড্ড ভালোবাসত। শুক্রবার বিকেলে বাবা-মা টিউশন পড়তে যাওয়ার কথা বললে সে খেলার জন্য জেড করতে থাকে। ছেলের বায়না না মেনে পরিবারের সদস্যরা তাকে বকাবকি করলেও দশ বছরের পড়ুয়া সবার অমতেই খেলতে চলে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণ পর নিজের ঘরেই গামছা গলায় প্যাঁচানো অবস্থায় ইন্দ্রজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি গলার ফাঁস খুলে তাকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাড়ার প্রিয় ছোট ছেলেটার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রতিবেশীরাও। পুলিশের প্রাথমিক অনুমান, অপমানিত বোধ করে আত্মঘাতী হয়েছেন ইন্দ্রজিৎ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































