লক্ষ্যপূরণ! পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি ওজোস দেল সালাডো জয় করলেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা শুভম চট্টোপাধ্যায়। একাধিক প্রতিকূলতাকে জয় করে তিনি চূড়ায় উঠে ভারতের জাতীয় পতাকা ওড়ালেন। তাঁর সাফল্যের খবর এসে পৌঁছেছে উত্তরপাড়ার বাড়িতে। ছেলের সাফল্যে খুশি বাবা-মা, প্রতিবেশীরা।
পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হল “ওজোস দেল সালাডো”, এটির উচ্চতা ২২৬১৫ ফুট (৬৮৯৩ মিটার)। এটি চিলির সর্বোচ্চ পর্বত। এটি চিলি ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত আন্দিজ পর্বতের একটি স্ট্যাটো ভলকেনো।
স্প্যানিশ নাম “ওজোস ডেল সালাদো” এর অর্থ “লবনের চোখ” এবং ওজোস ডেল সালাদো পাহাড়ের উপরে অবস্থিত “ক্রেটার হ্রদ” ৬৩৯০ মিটার উচ্চতায় রয়েছে। যা বিশ্বের সর্বোচ্চ হ্রদ বলে মনে করা হয়। ওজোস দেল সালাডোর শেষ আগ্নেয় বিস্ফোরণ হয়েছিল প্রায় ১৩০০ বছর আগে। তবে ১৯৯৩ সালে এই আগ্নেয়গিরি থেকে অগ্নিকুন্ডের পরিমাণ ক্ষুদ্র নির্গমন ঘটেছিল ।
আরও পড়ুন- বিশ্ববাংলা এগজিবিশন সেন্টারে শুরু ‘বেঙ্গল অটো এক্সপো’
_
_
_
_
_
_
_
_
_