নারী দিবসে নয়া ইতিহাস! এবার থেকে মহিলারাই চালাবেন কোচবিহার রেল স্টেশন

0
1

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের। ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশনের উদ্যোগে শনিবার থেকেই অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কোচবিহারে সম্পূর্ণভাবে মহিলা কর্মী পরিচালিত করা হয়েছে। স্টেশনের টিকিট পরীক্ষক থেকে শুরু করে স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারের কর্মী এবং আরপিএফ, সব ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই দায়িত্ব সামলাবেন।

প্রসঙ্গত, বাংলা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে ঠিক এমনই পুরোটা মহিলা পরিচালিত রেল স্টেশন রয়েছে। যার মধ্যে অন্যতম শিলিগুড়ি টাউন স্টেশন। এবার সেই তালিকায় উঠে এল কোচবিহার রেল স্টেশনের নাম। ঐতিহাসিক গুরুত্বের জন্য আগেই হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে কোচবিহার রেল স্টেশনকে। এবার এই স্টেশনই আলিপুরদুয়ার ডিভিশনের প্রথম মহিলা কর্মী পরিচালিত রেল স্টেশন।

আরও পড়ুন- নতুন তিন বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_