দেশের প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অভিজ্ঞ বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করেছে কলেজিয়াম। এবার কলকাতা হাই কোর্টকে তিনজন বিচারপতি দেওয়া হচ্ছে। শনিবার তাঁদের নাম জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। নবনিযুক্তদের অভিনন্দনও জানান তিনি।
হাইকোর্টে বিচারপতিদের ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট আইনজীবী সংগঠনগুলি। এর মধ্যে আবার জয়মাল্য বাগচীর নাম গিয়ে প্রধান বিচারপতি হওয়ার তালিকায়। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে তিনজনকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)।
হাইকোর্টে (Calcutta High Court) নতুন বিচারপতি নিয়োগের জন্য দিন কয়েক আগে পাঁচটি নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তালিকায় ছিলেন স্মিতা দাস দে, ঋতব্রতকুমার মিত্র, তলয় মাসুদ সিদ্দিকি, কৃষ্ণরাজ ঠাকুর ও ওম নারায়ণ রাই। এঁদের মধ্যে স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রাই-কে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
আরও খবর: বেসরকারিকরণের পথে কেরল সিপিএম, ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পিপিপি মডেলের পরামর্শ
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই নিয়োগের বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তিনি লেখেন, পাঁচ আইনজীবীর নাম সুপ্রিম কোর্টের কলেজিয়াম সুপারিশ করার পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এই তিনজনের নামে সবুজ সিগন্যাল দিয়েছেন রাষ্ট্রপতি। এঁরাই কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন।
–
–
–
–
–
–
–