মেশিনে আটকে যাচ্ছে কার্ড, ঠাকুরপুকুরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে সাইবার প্রতারণার অভিযোগ

0
1

এক মাসের ব্যবধানে শহর কলকাতার (Kolkata) বুকে ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার সাধারণ মানুষ। টাকা তুলতে গিয়ে মেশিনে আটকে যাচ্ছে ডেবিট কার্ড, কাউন্টারে লেখা ব্যাংকের সহায়তা নম্বরে ফোন করার পরই অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। যাদবপুরের পর এবার ঠাকুরপুকুরেও একই কাণ্ড!

নিত্যদিন পরিশ্রম করে মানুষ তাঁর কষ্টের টাকা ব্যাংকে রাখে। কিন্তু সেখান থেকেই যদি টাকা গায়েব হয়ে যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার থেকে যদি প্রতারণার শিকার হতে হয় তাহলে কোথায় যাবে আমজনতা? শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার একটি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে। টাকা তুলতে গিয়ে মেশিনের কার্ড আটকে যাওয়ায় বেশ কয়েকজন কাউন্টারে থাকা সহায়তা নাম্বারে ফোন করার পরই তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে। প্রথমে একটু ভয় পেয়ে গেলেও পরবর্তীতে গ্রাহকরা বুঝতে পারেন যে তাঁরা সাইবার প্রতারণার শিকার হয়েছেন। একমাস আগে যাদবপুরের কালিকাপুরে স্টেট ব্যাংকের এটিএম (SBI ATM) কাউন্টারেও একই ঘটনা ঘটেছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন কাউন্টারের ভেতরে জাল নম্বর লেখা থাকবে? ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের স্বার্থ রক্ষায় এত উদাসীন কেন? স্থানীয়রা বলছেন এই ধরনের এটিএম কাউন্টার গুলিতে কোনও নিরাপত্তা রক্ষিত দেখা যায় না। ইতিমধ্যেই থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে।