তিনি দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাসিন্দা পেশায় পুলকার চালক পার্থ কর চৌধুরী৷সাত বছর লাগাতার ঝড়বৃষ্টি উপেক্ষা করে তিনটি সরকারি হাসপাতালের সামনে রোগীর পরিবারের মুখে তিনবেলা খাবার তুলে দিয়েছেন বিনা পয়সায়৷দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাসিন্দা পেশায় পুলকার চালক পার্থ কর চৌধুরী৷এছাড়াও বিশেষ বিশেষ দিনে শহরের তিনটি হাসপাতালে তিনিই রোগীর বাড়ির লোককে ভরসা জোগান।
এখন চলছে পবিত্র রমজান মাস।শুক্রবার চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালের উল্টো দিকের ফুটপাথে ইফতারের আয়োজন করেছিলেন।৩০ জন গরীব মুসলিম এদিন তার দেওয়া ইফতারে অংশ নেয়। একেবারে ব্যক্তিগত উদ্যোগে ফল, মিষ্টি, সরবতের পাশাপাশি রুটি তরকারিও তুলে দেন তাদের হাতে।হসপিট্যাল ম্যান বলেন, মানুষের জন্য কাজ করতে করতে এখন আমি নিজের নামটাই ভুলতে বসেছি।অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন।সবার ভালবাসাতে গরীব ,অসহায় মানুষগুলোর পাশে থাকতে পারি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































