রেলের কাজের জন্য ফের ভোগান্তির মুখে যাত্রীরা।সাঁতরাগাছিতে আধুনিকীকরণের (Santragachi Station modification) জন্য ১৯ দিনে ২০০টি ট্রেন বাতিল থাকবে হাওড়া -খড়গপুর শাখায়। তালিকায় লোকাল ট্রেনের ( Local Train) পাশাপাশি থাকছে দূরপাল্লার রেলও। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হবে বলেও জানা গেছে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ধাপে ধাপে চলবে রেলের কাজ।
খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম-র পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে ইন্টারলকিং-এর কাজ এবং সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণের জন্য প্রায় ২০০টি লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে রেলের এই কাজের জেরে আবার দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































