উত্তরপ্রদেশের শাহজাদির পরে আরও দুই ভারতীয়র ফাঁসির সাজা কার্যকর করল সংযুক্ত আরব এমিরেটস (UAE) প্রশাসন। কেরলের (Kerala) এই দুই নাগরিকের ফাঁসি (hanging) কার্যকর করার খবর ২৮ ফেব্রুয়ারি বিদেশ মন্ত্রককে দেয় ইউএই প্রশাসন। দুই ব্যক্তিই খুনে অভিযুক্ত বলে জানানো হয়। আবার ভারতীয় দূতাবাসের তরফ থেকেও বিচার প্রক্রিয়ায় সবরকম সাহায্য করা হয়েছিল বলেও জানানো হয়।
কেরলের বাসিন্দা মুরলীধরন পেরামথট্ট ভালাপ্পিল দীর্ঘদিন আরবে কাজের সন্ধানে গিয়েছিলেন। ২০০৯ সাল থেকে তিনি খুনের অভিযোগে জেলবন্দি ছিলেন। তার বিরুদ্ধে এক ভারতীয়কে (Indian) খুনের অভিযোগ ছিল। সেই মামলায় আরবের শীর্ষ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির (hanging) সাজা ঘোষণা করে।
অন্যদিকে আরেক বাসিন্দা মহম্মদ রিনাশ আরাঙ্গিলট্টুর বিরুদ্ধেও খুনের মামলা ছিল। তার বিরুদ্ধে এক আরবীয় বাসিন্দাকে খুনের অভিযোগ ছিল। যদিও তার পরিবারের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তার ক্ষেত্রেও ফাঁসির সাজা কার্যকর করে ফেলেছে আরব এমিরেটস (UAE)।
বিদেশমন্ত্রকের (MEA) তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, দুই ফাঁসির খবর ২৮ ফেব্রুয়ারি জানানো হয়েছে বিদেশমন্ত্রককে। রাজ্যসভায় (Rajyasabha) কেন্দ্রের মন্ত্রী ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহীতে সবথেকে বেশি ভারতীয় ফাঁসির সাজা পেয়েছেন। যার মধ্যে উত্তরপ্রদেশের শাহজাদিকে নিয়ে মোট সংখ্যাটা ছিল ২৯। কেরলের (Kerala) দুই যুবকের ফাঁসিতে সেই সংখ্যা কমে দাঁড়ালো ২৬। তবে ইউএই (UAE) ছাড়াও সৌদি আরবেও ফাঁসির অপেক্ষা করছেন ১২ ভারতীয়।
–
–
–
–
–
–
–





























































































































