ডবল ইঞ্জিন অসমে (Assam) রাজ্য প্রশাসনের ব্যর্থতায় শিকেয় নারী নিরাপত্তা থেকে কর্মসংস্থান। বারবার তার বিরুদ্ধে সোচ্চার হতেই সিএএ-র (CAA) ফতোয়া জারি করে অন্যায়ভাবে ডিটেনশন ক্যাম্পের পথে হাঁটতেও পিছপা হয়নি হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasharma) প্রশাসন। অসমের মানুষকে নিজেদের অধিকার ফিরিয়ে দিয়ে সুশাসনের প্রতিশ্রুতিতে অসমে নেতৃত্বদের আরও দায়িত্ব বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল (TMC)। সেই প্রক্রিয়ায় প্রথমে ঘোষণা করা হয়েছিল কোর কমিটি। এবার ঘোষণা করা হল জেলা সভাপতিদের নাম।
তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে অসমের ৩৫টি জেলার মধ্যে ২১টি জেলার জেলা সভাপতি ঘোষণা করা হল বৃহস্পতিবার। পশ্চিমে ধুবুরি থেকে পূর্বে তিনশুকিয়া, উত্তরে বাকসা, লখিমপুর থেকে দক্ষিণে করিমগঞ্জের জেলা সভাপতিদের (district president) নাম ঘোষণা করা হল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এই জেলা সভাপতিদের প্রয়াসে সর্বোতভাবে শুভ কামনা রয়েছে দলের।
এর আগে ছয় সদস্যের অসম প্রদেশ তৃণমূলের (Assam TMC) কোর কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে রয়েছেন অসম প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা মলয় ঘটক, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্য সভাপতি রমেনচন্দ্র বড়ঠাকুর, রাজ্যের বরিষ্ঠ সহসভাপতি (আহ্বায়ক) দুলু আহমেদ, রাজ্য সহসভাপতি ইজরায়েল নন্দা ও রাজ্য সাধারণ সম্পাদক তড়িৎ চট্টোপাধ্যায়।
The All India Trinamool Congress, under the leadership and guidance of Hon’ble Chairperson Smt. @MamataOfficial , is pleased to announce the newly appointed District Presidents of @AITC4Assam. We wish the very best to all of them in their endeavours. pic.twitter.com/MsmeiWUne1
— All India Trinamool Congress (@AITCofficial) March 6, 2025
–
–
–
–
–
–
–