হাইস্কুলগুলির জন্য নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোর মোট কম্পোজিট গ্রান্টের ২৫ শতাংশ টাকা আগেই দিয়েছিল রাজ্য সরকার। এবার রাজ্যের মাধ্যমিক ও শিশুশিক্ষা কেন্দ্রগুলির (এসএসকে-এমএসকে) জন্য ৫০ শতাংশ কম্পোজিট গ্রান্ট ছাড়া হচ্ছে। ছাত্রছাত্রীর সংখ্যার উপরে এই অনুদানের অর্থ নির্ভর করবে।
১০০০ বা তার বেশি ছাত্রছাত্রী থাকলে প্রতিষ্ঠানগুলি এই লপ্তে ৫০ হাজার টাকা পাবে। সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এই লপ্তে দেওয়া হবে এসএসকেএমএসকেগুলিকে। কেন্দ্রীয় সরকার সমগ্র শিক্ষা মিশনের টাকা কয়েকবছর ধরে আটকে রাখলেও রাজ্য সরকারের তহবিল ছাড়ার বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে শিক্ষক মহল। স্কুলগুলিতে টানা ডেঙ্গু বিষয়ক প্রচারের নির্দেশ এসেছে শিক্ষা দফতর থেকে। তাই সংগঠনগুলির দাবি, এই পরিস্থিতিতে স্কুলগুলিকেও কম্পোজিট গ্রান্টের ৫০ শতাংশ টাকা দিক সরকার। না হলে এই ধরনের কর্মসূচি পালন করা কঠিন হবে।
আরও পড়ুন- জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে উন্নীত করার প্রস্তাব সুপ্রিম কোর্ট কলেজিয়ামের
_
_
_
_
_
_
_
_
_
_




























































































































