হালতু কাণ্ডের রিমেক, বোলপুরে ঋণের বোঝায় আত্মহননের পথ বাছলেন দম্পতি

0
2

দুদিন আগে ঘটে যাওয়া হালতু কাণ্ডের রিমেক এবার বোলপুরে। ঋণের বোঝা টানতে না পেরে আত্মহননের পথ বেছে নিলেন দম্পতি। নদীর ধার থেকে অচৈতন্য অবস্থায় তাদের দেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে দু’জনেরই।এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে  বোলপুরের লাভপুরে।

স্থানীয়রা জানিয়েছেন, লাভপুরের বাবনা গ্রামের বাসিন্দা বছর ৫২-র লক্ষ্মণ মুখোপাধ্যায়। তিনি পেশায় ছিলেন দিনমজুর। নুন আনতে পান্তা ফুরোনো টানাটানির সংসার। অভাবের সংসারের হাল ফেরাতে সাঁইথিয়া, আমোদপুর, বোলপুর-সহ বিভিন্ন জায়গার ৫ টি বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু পরিশোধ করতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই ঋণ সংস্থার তরফে ঋণের টাকা শোধ করার জন্য চাপ বাড়তে থাকে। দম্পতিকে দিনের পর দিন অপমানিত হতে হয়।ঋণের টাকা পরিশোধের জন্য সংস্থার এজেন্টরা নিয়মিত বাড়িতে এসে রীতিমতো হুমকি দিতে থাকেন।শুধু তাই নয়, প্রতিবেশীদের অভিযোগ, ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। সেই অপমানের জেরেই নাকি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।

জানা গিয়েছে, ওই দম্পতি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বুধবার দুপুরে তারা পাশের গ্রামের বক্রেশ্বর নদীর ধারে বসে বিষ খান। এরপর নিজেরাই বাড়িতে ফোন করে জানান যে, চালে দেওয়া বিষ খেয়ে আত্মহত্যা করছেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।কিন্তু শেষ রক্ষা হয়নি। সন্ধ্যায় তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।