জরুরি কাজ থাকায় ‘ভূতুড়ে ভোটার পর্যালোচনা’ বৈঠকে অনুপস্থিত অভিষেক, নেই ডেরেকও

0
2

ভূতুড়ে ভোটার (Ghost Voter) ধরতে তৃণমূল সুপ্রিমোর গড়ে দেওয়া কমিটি বসল বৈঠকে। বৃহস্পতিবার, তৃণমূল (TMC) ভবনের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্য জরুরি কাজ থাকায় বৈঠকে থাকতে পারেননি অভিষেক। এদিন বৈঠকে গরহাজির তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক’ও ব্রায়েনও। ভূতুড়ে ভোটার (Ghost Voter) ধরার কাজের অগ্রগিত নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসেছে তৃণমূলের কোর কমিটির বৈঠক। এই বৈঠকে জেলা  সভাপতি ও জেলা চেয়ারম্যানরা উপস্থিত থাকলেও, দেউচা পাঁচামিতে থাকায় উপস্থিত হতে পারেননি অনুব্রত মণ্ডল। ১৫ মার্চ দলের জেলা সভাপতিদের নিয়ে অভিষেক বৈঠক করবেন বলে এদিনের বৈঠক শেষে ঘোষণা করেন সুব্রত বক্সি।

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ‘ভূতুড়ে’ ভোটার দিয়ে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি। তৃণমূল নেতৃত্বকে নেত্রী বার্তা দেন, “ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা না হলে ইলেকশনের কোনও প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। একটা এজেন্সিকে দিয়ে অনলাইনে এসব করানো হয়েছে।” ভোটার লিস্ট পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। ‘ভূতুড়ে’ ভোটার ধরতে এই কমিটিকে ১০ দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন দলনেত্রী। মমতা জানান, রাজ্য কমিটির পাশাপাশি, জেলাতেও কোর কমিটি গঠন করা হবে।

এদিন তৃণমূল ভবনে বৈঠকে বসেছে সেই কমিটি। পাশাপাশি বৈঠকে উপস্থিত রয়েছেন দলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানরাও। তবে, বৈঠকে থাকতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্য জরুরি কাজ থাকায় তিনি আসতে পারেননি বলে জানা গিয়েছেন। একই সঙ্গে বৈঠকে থাকতে পারেননি ডেরেক’ও ব্রায়েনও। একই সঙ্গে গরহাজির অনুব্রত মণ্ডলও। সূত্রের খবর, দেউচাপাঁচমির কাজে সেখানে থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, ১৫ মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক হবে।

ইনডোরের বৈঠক থেকেই তৃণমূল সুপ্রিমো নির্দেশ দেন, ভোটার লিস্ট খতিয়ে দেখে অগ্রগতির বিষয়ে ৩ দিন পরপর রাজ্য কমিটির কাছে রিপোর্ট পাঠাতে হবে। মমতা বলেন, “কোথায় কী বাধা পাচ্ছেন জানাতে হবে তৃণমূল ভবনে। ৪ জন করে বসবেন। রিপোর্ট করবেন।” কোন এলাকায় বেশি ভূতুড়ে ভোটার, কোথায় কাজে আরও গতি আনতে হবে, কোথায় কাজ কতদূর এগোল- এসব নিয়েই মূলত এদিন পর্যালোচনা বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব।