বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের (Atul Subhash Case) ঘটনার কথা মনে আছে? স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ।এবার সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাতেও (West Bengal)। ছেলের আত্মহননের জন্য বৌমাকেই কাঠগড়ায় তুলেছেন শ্বশুর। বৌমার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ঘটনাস্থল কৃষ্ণনগরের (Krishnanagar) হাতারপাড়া। রাজকুমার সাধুকা এবং জিনিয়ার ২০ বছরের দাম্পত্য জীবন। স্বামী-স্ত্রীর জল এবং মুদির দোকান ছিল। মঙ্গলবার নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন রাজকুমার। পুলিশকে জিনিয়া জানিয়েছেন, কিছু একটা ঘটতে পারে আন্দাজ করে তিনি ঘরে ঢুকেছিলেন। তখন ঝুলন্ত অবস্থায় রাজকুমারকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যা করার আগে রাজকুমার মোবাইলে আত্মহত্যা করার কথা লিখেছিলেন। কিন্তু কাউকে দোষারোপ করেননি। যদিও তার বাবার দাবি, দীর্ঘদিন ধরে তার ছেলেকে মানসিক অত্যাচার করত জিনিয়া। এমনকী সমস্ত টাকা-পয়সা কেড়ে নিত। এগুলো সহ্য করতে না পেরেই রাজকুমার আত্মঘাতী হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।
যা পরিস্থিতি, এই ঘটনা ফের অতুল সুভাষের কথা মনে করিয়ে দিয়েছে। অতুল স্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করে ২৪ পাতার চিঠি লিখে এবং ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী গ্রেফতার হন। যদিও পরে তিনি জামিন পান। যদিও অভিযোগের তদন্ত এখনও চলছে।
–
–
–
–
–
–
–
–





























































































































