পারিবারিক বিবাদের জের কোথায় পৌঁছাতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। নিজের বউদিকে খুন করল যুবক।এই ঘটনায় আরও তিনজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঝাড়গ্রাম(JHARGRAM)। রাধারানি পাত্রকে (৫৫)(RADHARANI PATRA) খুনের ঘটনায় অভিযুক্ত রঞ্জিত সাধুকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল। সোমবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। গভীর রাতে কুড়ুল নিয়ে হামলা চালায় ওই যুবক। বউদি রাধারানিকে কুড়ুল দিয়ে আঘাত করায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন মেয়ে অঞ্জলি দাস পাত্র ও এক আত্মীয় জয়িতা পাত্র।এগিয়ে এসেছিলেন আর এক প্রতিবেশী চম্পা সবর।অভিযোগ, অভিযুক্ত রঞ্জিত সাধু তাদের উপরেও কুড়ুল নিয়ে হামলা চালায়।যার নিট ফল, হামলায় গুরুতর জখম হয়েছেন ওই তিনজন। পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
এই ঘটনার খবর পাওয়া মাত্র, রাতেই ওই এলাকায় অ্যাডিশনাল এসপির নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাতেই গ্রেফতার করা হয় ওই যুবককে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তারা চিকিৎসাধীন। কী কারণে এই হামলা, তার প্রকৃত কারণ জানতে ধৃতকে জেরা করছে পুলিশ।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই হামলা।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































