টানা তিন ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে ইস্টবেঙ্গল এফসি। এরই মধ্যে রবিবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে লাল-হলুদ। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। তবে শুধু এই ম্যাচ নয়, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর মাথায় আইএসএল-এর পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগও। এই ম্যাচের নামার আগে বলছেন সব ম্যাচই এখন আমাদের কাছে ফাইনাল।
বিএফসি ম্যাচের নামার আগে অস্কার বলেন, “ খুব কঠিন দুটো সপ্তাহ আসতে চলেছে আমাদের জন্য। তবে কোনও অজুহাত দিতে চাই না। বাকি যে চারটে ম্যাচ রয়েছে সেগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলতে চাই। চারটে ম্যাচই আমাদের কাছে ফাইনাল। নিজেদের সেরা ছন্দে থাকতে হবে। কোনও একটা প্রতিযোগিতাকে বাড়তি গুরুত্ব দিচ্ছি না। আইএসএলে ভাল জায়গায় শেষ করতে হবে। এএফসিতেও জিততে হবে। তাই জন্যেই খেলোয়াড়দের সেরা ছন্দে থাকতে হবে। মেডিক্যাল দলকেও বলেছি খেলোয়াড়দের ফিট রাখতে।“ এরপরই বেঙ্গালুরু ম্যাচ নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “ বেঙ্গালুরু খুব ভাল দল। সে কারণেই ওরা প্লে-অফে উঠে গিয়েছে। ওদের কঠিন দল হিসাবেই দেখতে হবে। সুনীল ছেত্রী ভাল ফর্মে রয়েছে। উইলিয়ামসও ভাল খেলছে। গতিশীল ফুটবল খেলতে পারে। কীভাবে ওদের ফুটবলারদের আটকাতে হবে সেটা নিয়ে অনেক ভাবতে হবে। আমরা আপাতত বাঁচার লড়াই করছি। বেঙ্গালুরু চাইবে আরও উঁচুতে শেষ করতে। তাই ফুটবলারদের বলব, কোনও মতেই লড়াই ছেড়ো না।“
পরপর ম্যাচ জিতে এখনও আইএসএল-এ প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে লাল-হলুদ। সেই আশা বাঁচিয়ে রাখতে বিএফসি ম্যাচেও জয় লক্ষ্য অস্কারের। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “ আমি কোনও ম্যাচকে এগিয়ে রাখছি না। আমাদের কাছে চারটে ম্যাচই ফাইনাল। আইএসএল এবং মহাদেশীয় প্রতিযোগিতা, দুটো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদি বিএফসি ম্যাচ জিততে পারি তা হলে শিলংয়ে গিয়ে (নর্থইস্টের বিরুদ্ধে) আত্মবিশ্বাস পাব। যদি কাল জিততে না পারি, তা হলে শিলংয়ে অন্য পরিকল্পনা নিয়ে খেলব।“
আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
–
–
–
–
–
–
–
–
–





























































































































