মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দিনে রাতে বাড়বে উষ্ণতা। যদিও আবহাওয়ার বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ধীরে ধীরে গ্রীষ্মে প্রবেশ করতে চলেছে বাংলা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই, আগামী ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী হবে পারদ। মার্চের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির ঘরে। তবে উত্তরে আগামী দুদিন দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস (Weather Department) জানাচ্ছে রবিবার দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার কারণে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে, শহর কলকাতায় আপাতত মনোরম আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সে কারণেই দেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































