ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার ১

0
2

ফোন করে ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest)নামে প্রতারণার তদন্তে দিল্লি থেকে গ্রেফতার চক্রের আরও এক পান্ডা। ধৃত ব্যক্তির নাম যোগেশ দুয়া (৩৬)। মাস তিনেক আগে গলফগ্রিনের এক বাসিন্দাকে ডিজিটাল অ্যারেস্ট করার ভয় দেখিয়ে ৪৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আগেই ১১জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একজন। দিল্লির বিবেক বিহার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হচ্ছে।

দেশের বিভিন্ন জায়গার সক্রিয় হয়েছে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা চক্র। তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা (Kolkata Police) আনন্দপুর, পাটুলি, এবং নরেন্দ্রপুর এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেফতার করেন। সেখান থেকেই জানা যায় দেশের বিভিন্ন প্রান্তে প্রতারকরা ছড়িয়ে আছেন। তদন্তে নেমে এই র‌্যাকেটের প্রধান অপারেটর হিসেবে চিরাগ কাপুরের নাম জানতে পারেন গোয়েন্দারা। তাঁকে জানুয়ারি মাসের ৯ তারিখে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়। ওঙ্কার সিং নামে এক সহযোগীকেও গ্রেফতার হয়েছেন। তাঁদের সূত্র ধরে যোগেশ দুয়া (Yogesh Dua)ও আদিত্য দুয়ার নাম সামনে আসে। পুলিশ দিল্লিতে অভিযান চালিয়ে দুটি মোবাইল, দুটি হার্ড ডিস্ক, একটি ল্যাপটপ, চারটি এটিএম কার্ড, দুটি প্যান কার্ড, প্রচুর আধার কার্ড উদ্ধার করেছে। নগদ প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার হওয়ার পাশাপাশি বিদেশি মুদ্রাও মিলেছে। যোগেশ দুয়ার ভাই আদিত্য দুয়ার খোঁজ চলছে।