দিনে হড়পা বান, রাতে বিরাট ধস: লণ্ডভণ্ড হিমালচলের কুলু

0
3

২৪ ঘন্টার বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি। বিপর্যস্ত হিমাচল প্রদেশের কুলুর (Kullu) জনজীবন। একদিকে হড়পা বান (flash flood) ও ধসে বন্ধ হয়ে গিয়েছে কুলু সংযোগকারী জাতীয় সড়ক (National Highway) থেকে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। অন্যদিকে বিদ্যুৎ ও পানীয় জলের চরম হাহাকার পর্যটন শহর কুলুতে।

গোটা হিমাচল প্রদেশ (Himachal Pradesh) জুড়েই শুক্র ও শনিবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু পূর্বাভাসকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভারী বৃষ্টি বিপর্যস্ত করে কুলু এলাকাকে। একাধিক জায়গায় প্রথমে ধস নামা শুরু হয়। পরে নদীতে হড়পা বানে বন্ধ হয়ে যায় একাধিক জাতীয় সড়ক।

প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত কুলুর (Kullu) গান্ধীনগর এলাকায় বহু গাড়ি হড়পা বানের (flash flood) তোড়ে ভেসে যায়। আবার বানের বয়ে আনা কাদায় (mud) ডুবে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িসহ পার্শ্ববর্তী এলাকার দোকানপাট। প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ জারি করা হয়।

তবে এখানেই শেষ নয়। রাতে ফের ভারী বৃষ্টিতে কুলু (Kullu) জেলা সদরের চারপাশ থেকে প্রবল ধস নামতে শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে পর্যটকদের কুলুতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় ৩ নম্বর ও ৩০৫ নম্বর জাতীয় সড়ক (National Highway-3, 305) সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। মাটি কাদায় বন্ধ হয়ে যায় মানালি (Manali) সংযোগকারী রাস্তাও। শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির কারণে কার্যত কাদায় ভরে যাওয়া গান্ধীনগর, শাস্ত্রীনগর এলাকায় উদ্ধারকাজ প্রবলভাবে ব্যহত হয়।