আচমকা তুষার ধসে শুক্রবার ভোরে বিপর্যস্ত বদ্রীনাথ (Badrinath) ধাম। বদ্রী থেকে সীমান্তে যাওয়ার মাঝে মানা গ্রাম এলাকায় প্রবল ধস (avalanche) নামে। ধসের জেরে আটকে পড়েন ওই এলাকায় রাস্তা তৈরিতে যুক্ত শ্রমিকরা। দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় ভারতীয় সেনা, বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) যৌথভাবে। শনিবার সকাল পর্যন্ত সেখান থেকে উদ্ধার (rescue) করা সম্ভব হয় ৪৭ জনকে।
বদ্রী থেকে মানা (Mana) গ্রাম হয়ে ভারত-চিন সীমান্তে রাস্তা তৈরীর কাজ চালাচ্ছিল বর্ডার রোড অর্গানাইজেশন। ইতিমধ্যেই বিগত কয়েকদিন ধরে চামোলী এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। অন্যদিকে মানা গ্রাম ও অলকানন্দা নদীর উৎস সংলগ্ন এলাকায এমনিতেই অনেকটা ধসপ্রবণ (avalanche prone)। শুক্রবার সকালে সেখানে বিরাট তুষার ধস (avalanche) নামে।
তুষারধসের (avalanche) জেরে বিআরও-র (BRO) সঙ্গে কাজ করা ৫৫ জন শ্রমিক আটকে পড়েন। গোটা এলাকা প্রায় সাত ফুট বরফের চাদরে ঢেকে যায়। সকাল আটটা থেকে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী। শুক্রবার দিনভর চেষ্টায় উদ্ধার করা যায় ২২ জন শ্রমিককে। শুক্রবার রাতেও জারি থাকে উদ্ধারকাজ। শনিবার সকাল পর্যন্ত আরও ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয় বলে জানায় ভারতীয় সেনা। পাঁচটি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারের সাহায্যে তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকি আটজনকে উদ্ধারে তৎপরতা জারি সেনাবাহিনীর।
–
–
–
–
–
–
–
–