গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতার জন্মের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি

0
1

গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জন্মের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে শুক্রবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে (Science City)সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ধর্মীয় সংস্থার সদস্যরা ছাড়াও ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী। উপরাষ্ট্রপতি বলেন, শ্রীল প্রভুপাদ বিংশ শতাব্দীর যুগ পুরুষ ছিলেন। ভারত আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্রবিন্দু। পশ্চিমের দেশগুলিতে সেই চিন্তাধারাকে জনপ্রিয় করে তুলতে প্রভুপাদের বিশেষ অবদান ছিল। তিনি ভারতীয় দর্শনকে বিভিন্ন ভাষায় প্রকাশ করার উদ্যোগ নেন। প্রভুপাদের জীবন শৈলী সবার অনুসরণ করা উচিত বলেও জানান ধনকড়।

এদিন সকালে উপরাষ্ট্রপতি তারাপীঠের মন্দিরে পুজো দিতে যান । সঙ্গী ছিলেন তাঁর সহধর্মিণী। তাঁরা ফুল- মিস্টি- বস্ত্র দিয়ে তারামাকে পুজো দেন। প্রায় ৫-৭ মিনিট বিগ্রহের সামনে থাকার পর বেরিয়ে আসেন। সেবায়েত অমিত কুমার চট্টোপাধ্যায় জানান, দেশের উপরাষ্ট্রপতি তাঁর মাধ্যমে পুজো দেবেন এটা একেবারে স্বপ্নের মতো লাগছে তাঁর। জগদীপ জানান, তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বব্যাপী শান্তি প্রার্থনার পাশাপাশি দেশের মানুষের মঙ্গলকামনায় তিনি পুজো দিয়েছেন বলেও জানিয়েছেন।