কলকাতায় নিয়মিত ভূমিকম্পের সতর্কতা জারি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার! 

0
2

নতুন বছর শুরু হতে না হতেই ইতিমধ্যেই দুবার ভূমিকম্পের সাক্ষী হয়েছে মহানগরী (Earthquake in Kolkata)। সময় যত এগোবে এই সংখ্যা ততই বাড়বে এমনটাই জানিয়ে দিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI)। কেন্দ্রীয় সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার ‘সিসমিক জোন’-এর (Seismic Zone) মধ্যে পড়ার কারণে এখন থেকে প্রায় প্রতিমাসেই ভূমিকম্পের সাক্ষী হতে চলেছে। টিবেটান প্লেটের সঙ্গে ইন্ডিয়ান প্লেটের ধাক্কার (collision of Indian plate with Tibetan plate) কারণেই এমন ঘটনা ঘটবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জিগ শ পাজেলের (Jigsaw puzzles) মতো প্লেটের উপর রয়েছে শহর কলকাতা। প্রতিনিয়ত এই প্লেট নড়াচড়ার কারণে কলকাতায় ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। চলতি বছরে ৭ জানুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি দুবার কেঁপেছে রাজপথ। বৃহস্পতিবার কলকাতার জিওলজিক সার্ভে অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, কলকাতা শহর আলাদা আলাদা পাতের ওপরে রয়েছে ফলে সেগুলোর মুখোমুখি ধাক্কা লাগলে মাটির উপরে অবস্থিত ঘরবাড়ি কেপে ওঠার সম্ভাবনা থেকেই যায়। গবেষণায় প্রকাশিত হয়েছে যে ইন্ডিয়ান প্লেট প্রতিবছর পাঁচ সেন্টিমিটার করে উত্তর পূর্বে টিবেটান প্লেটের দিকে সরে যাচ্ছে (কনভার্জেন্স হচ্ছে)। এতে দুই প্লেটে বারবার ধাক্কা লাগছে যার ফল হিসেবে শহরজুড়ে একের পর এক ভূমিকম্প হচ্ছে। পাশাপাশি ভূগর্ভস্থ জলস্তরে ওঠানাবার কারণেও কম্পন অনুভূত হয়। জিএসআই এর এই গবেষণার রিপোর্ট প্রকাশে আসার পরই সাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ছাড়পত্র নিয়ে বাড়ি ঘর তৈরির ক্ষেত্রে বেশি নজর দেওয়া দরকার বলে মনে করছেন ইঞ্জিনিয়ারদের একাংশ। তা না হলে বড় দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না।