আগামিকাল ঘরের মাঠে লাল-হলুদের সামনে হায়দরাবাদ, তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

0
3

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদের সামনে হায়দরাবাদ এফসি। শেষ দু’ম্যাচে দাপুটে জয় পায় ইস্টবেঙ্গল। আগামিকাল ঘরের মাঠে সেই ধারাই বজায় রাখতে চান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

হায়দরাবাদ ম্যাচ নিয়ে অস্কার বলেন, “ টানা তিন ম্যাচে জয় চাই। আগে এটা কোনও দিন হয়নি। দল এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা ৩ পয়েন্ট চাই। হায়দরাবাদ সহজ প্রতিপক্ষ নয়। ওরা গত কয়েক সপ্তাহে অনেক উন্নতি করেছে। সেটা মাথায় রাখতে হবে। সতর্ক হয়ে নামব। তবে দলের সকলে জয় ছাড়া কিছু ভাবছে না। এই ম্যাচ জিতলে প্লে-অফে ওঠার সুযোগ আরও বাড়বে। দু’সপ্তাহ আগে আমাদের প্লে-অফে ওঠার কোনও সুযোগ ছিল না। সেই সুযোগ পেয়েছি। তারজন্য পরের তিনটে ম্যাচই জিততে হবে। তাই এখন শুধু হায়দরাবাদ ম্যাচ নিয়েই ভাবছি। চেন্নাই ও মহামেডানের বিরুদ্ধে যে ফুটবল খেলেছি, হায়দরাবাদের বিরুদ্ধেও সে ভাবেই খেলতে চাই।“

এদিকে আইএসএলের মাঝেই এএফসি প্রতিযোগিতা খেলতে হবে ইস্টবেঙ্গলকে। লাল-হলুদ কোচ দু’টি লিগকেই সমান গুরুত্ব দিতে চান । এই নিয়ে অস্কার বলেন, “আমি শুধু একটা প্রতিযোগিতাকে গুরুত্ব দিই না। আইএসএলের পাশাপাশি এএফসি কাপও গুরুত্বপূর্ণ। জানি, পর পর ম্যাচ খেলতে হবে। এতে ফুটবলারদের উপর চাপ বাড়তে পারে। কিন্তু এটাই তো পেশাদার ফুটবল। এএফসির সঙ্গে আইএসএলেও ম্যাচ জেতার লক্ষ্যেই নামব।“

আরও পড়ুন- ‘দায়িত্ব দিলে নেতৃত্ব দিতে তৈরি’, জানালেন ভেঙ্কাটেশ