কেন্দ্রের ভাঁওতার বলি সাধারণ মানুষ। বিনামূল্যে গ্যাস মিলবে বলে ঢাক-ঢোল পিটিয়ে উজ্জ্বলা প্রকল্প নিয়ে এলেও এখন মিলছে না সিলিন্ডার! এর ফলে সমস্যায় পড়ছেন গ্রাহকরা।
ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নীরেন্দ্রনাথ রায়ের বাড়িতে প্রায় প্রতিদিন বিভিন্ন মহিলা এই অভিযোগ নিয়ে আসছেন যে উজ্জ্বলা গ্যাস কানেকশন দেওয়ার নামে বছরে পর বছর ধরে তাঁদের সাথে প্রতারণা করা হচ্ছে। এলাকার বাসিন্দা ধ্রুব রায় বলেন, জঙ্গলের থেকে জ্বালানি সংগ্রহ করে কোনওরকমে চলে রান্না। তাঁর স্ত্রী চিন্তামণি রায় আবেদন করেছিলেন উজ্জ্বলা গ্যাসের জন্য, এরপর গ্যাস কানেকশন নিতে স্ত্রীকে নিয়ে বারবার ফালাকাটার অফিসে গেলে তাঁরা অন্য অফিস দেখিয়ে দিয়েছে। যেসব জায়গায় যেতে বলেছে তাঁরা, সব জায়গায় ছুটলেও মেলেনি গ্যাস। পরবর্তীতে আধার কার্ড দিয়ে অনলাইনে চেক করার পর জানতে পারেন গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে দেড়শো কিলোমিটার দূরে কালিম্পংয়ের কোনও এক অফিসে। এত বছর ধরে গ্যাস দেবার নাম করে জেলার মধ্যেই ঘোরাচ্ছিল এখন পাঠিয়ে দিয়েছে পাহাড়ে।
গ্যাস না পাওয়ায় একই ধরনের হয়রানির কথা তুলে ধরেন, শকুন্তলা রায়, মমতা রায়, দুর্গা রায় থেকে শুরু করে আরও অনেকেই। পঞ্চায়েত সদস্য নীরেন্দ্রনাথ রায় বলেন, কেন্দ্র সরকার ভোটের আগে মহিলাদের ঠকিয়ে ভোট নেওয়ার রাজনীতি করতেই এই উজ্জ্বলা গ্যাসের ঢপ দিয়েছিল। সাধারণ মানুষ এখন সবটাই বুঝতে পারছে, আগামী দিনে তারা বোঝাবে ভোটের বাক্সে। উল্লেখ্য, কেন্দ্র বারবারই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।
আরও পড়ুন- নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা, বিদ্যুৎকর্মীদের ধন্যবাদ মন্ত্রী অরূপ বিশ্বাসের