“ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মক্ষেত্র ছাড়েন” চণ্ডীতলা থানার প্রাক্তন IC-কে সাসপেন্ড করল রাজ্য পুলিশ (State Police)। চণ্ডীতলা গুলিকাণ্ডে পুলিশের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এই সিদ্ধান্ত।
১৯ ফেব্রুয়ারি মাঝরাতে গাড়ির সামনে গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার IC জয়ন্ত পাল (Jayanta Paul)। বান্ধবীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছিল৷ ঘটনার পরেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে বচসার জেরে নিজের হাতেই গুলি চালান জয়ন্ত।
আরও খবর: ভাই, বান্ধবী-সহ পাঁচজনকে খুন: থানায় যুবকের দাবি শুনে চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের পরে আরও বিপাকে প্রাক্তন আইসি। অভিযোগ, জেলা পুলিসের শীর্ষ কর্তাদের না জানিয়েই নিজের থানা এলাকা ছেড়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে যান জয়ন্ত। তিনি ছুটিতে ছিলেন না। তা সত্ত্বও তিনি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছিলেন। সেই জন্যই জয়ন্তকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
–
–
–
–
–
–
–





























































































































