নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা, বিদ্যুৎকর্মীদের ধন্যবাদ মন্ত্রী অরূপ বিশ্বাসের

0
1

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-জলের মোকাবিলা করে যেভাবে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছিল তারও প্রশংসা করেন মন্ত্রী। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে এদিন আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েও রাজ্য জুড়ে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু, ডিরেক্টর (ডিস্ট্রিবিউশন) সুমিত মুখোপাধ্যায়, ডিরেক্টর (প্রজেক্ট) পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থপ্রতিম দত্ত প্রমুখ।

আরও পড়ুন- বারুইপুরে প্রায় ৪ হাজার ভুয়ো ভোটার! বিস্ফোরক অভিযোগ অধ্যক্ষ ও সাংসদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_