বিজ্ঞানীর শরীরে ৫টি কিডনি! বিরল প্রতিস্থাপন

0
3

মানুষের শরীরে দুটি কিডনি থাকেই। কিন্তু একী! কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞানী দেবেন্দ্র বারলেওয়ারের শরীরে ৫টি কিডনি রয়েছে। একেবারে চমকে ওঠার মতো ঘটনা।

পাঁচটি কিডনি কেন?

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন দেবেন্দ্র। ২০১০ সালে থেকে তাঁর প্রথম কিডনি প্রতিস্থাপন হয়। সেই কিডনি কয়েকমাস কাজ করার পর নতুন করে ডায়ালিসিস করতে হয়। এরপর ২০১২ সালে ফের তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হয়। দ্বিতীয় বার কিডনি প্রতিস্থাপনের পরে তা চলে প্রায় ১০ বছর। কিন্তু ২০২২ সালে করোনায় আক্রান্ত হওয়ার পরে ফের দেবেন্দ্রর কিডনির সমস্যা বাড়তে থাকে। অকেজো হয়ে পড়ে সেই কিডনিও। চলতি বছর জানুয়ারি মাসে আরও এক কিডনি তাঁর শরীরে বসানো হয়েছে বলে জানা গিয়েছে। ফলে এখন তাঁর শরীরে মোট কিডনির সংখ্যা ৫।

কিন্তু এখন প্রশ্ন হল অকেজো কিডনিগুলি কেন তাঁর শরীর থেকে বের করে দেওয়া হল না? চিকিৎসক জানিয়েছেন, নতুন কিডনি তলপেটের কাছে ইলিয়াক ফোসা অঞ্চলে বসানো হয়েছে। পুরনো কিডনি বের করতে গেলেই শরীরে ভিতরে প্রবল রক্তপাত হবে এবং সংক্রমণের আশঙ্কাও বাড়বে। এই কারণেই পুরনো কিডনি বের কড়া হয়নি।

আরও পড়ুন- দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক, নিরাপত্তার কারণে সাময়িক যান চলাচল ব্যাহত