গতকাল ওড়িশা এফসিকে হারিয়ে লিগ-শিল্ড ঘরে তুলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সৌজন্যে দিমিত্রিয়স পেত্রাতোস। ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে , অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় এনে দেন। যার সুবাদে রবিবার যুবভারতী ফের মাতল দিমি ম্যাজিকে।
রবিবার নায়ক হলেও, গত কয়েক ম্যাচে কোনও গোলই পাননি মোহনগানের নায়ক। গত দুই মরশুমে মোহনবাগানকে একঝাঁক গোল এনে দিলেও এ মরশুমে দিমি ম্যাজিক যেন অধরা ছিল। রবিবার যেন সেটাই করা দেখালেন। পরিবর্ত হিসাবে মাঠে নেমেই গোল । আর গুরুত্বপূর্ণ দিনে দলের হয়ে গোল করতে পেরে উচ্ছ্বসিত পেত্রাতোস। ম্যাচের পর দিমি বলেন, “ যখন মাঠে নামি, তখন সমর্থকদের কাছ থেকে শক্তি পাই। মাঠে নেমে ঠিক সেটা পেয়েছি। গোল করার কথা ভাবিনি। দলকে কী ভাবে জেতাব, সেই কথাই ভাবছিলাম। বেশি ভাবিনি, শুধুই খেলেছি। কখন মাঠে নেমেছি, খেয়াল ছিল না। তবে এটা মাথায় ছিল যে, এক মিনিট পেলেও তাকে কাজে লাগাতে হবে।“ এই গোল সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চান বলে জানান অস্ট্রেলীয় তারকা। তিনি বলেন, “ফুটবলে ওঠা পড়া থাকেই। যেমন জীবনে থাকে। আমি প্রতি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তবে আজকের গোলটার জন্য দলের সবাইকে কৃতিত্ব দিতে চাই। পুরো ৯০ মিনিট ধরে ওরা লড়াই করেছে। সারা মরশুমেই আমরা একসঙ্গে পরিশ্রম করেছি।”
এই গোলকে তাঁর জীবনের সেরা তিনের মধ্যে রাখতে চান দিমি। দিমি বলেন, “এই গোলটা অবশ্যই সেরা তিনটের মধ্যে থাকবে। এমন একটা পরিস্থিতিতে গোলটা এল সে জন্য। এই গোলটা সমর্থকদের ও আমার সতীর্থদের উৎসর্গ করতে চাই। এ ছাড়াও আমার পরিবারের সদস্য, বাবা-মা, ভাই, স্ত্রী-সন্তান, আমার দাদু-দিদা। দাদু তো বলেই যেতেন, কেন গোল পাচ্ছ না, চেষ্টা করে যাও। সেটাই করে গিয়েছি। তাই ওঁকেও এই গোলটা উৎসর্গ করতে চাই।”
তবে এখানেই থেমে থাকতে চাননা দিমি। তাঁর পরবর্তী লক্ষ্য জানিয়ে দেন পেত্রাতোস। তিনি বলেন, অবশ্যই আমরা কাপের জন্যও লড়ব। প্রতি ম্যাচেই জেতা আমাদের লক্ষ্য থাকে। তবে সে লড়াইয়ের এখনও অনেক দেরি আছে। লিগের আরও দুটো ম্যাচ বাকি। নক আউট বাকি আছে। কাপ জেতার জন্যও নিজেদের সেরা পারফরম্যান্স দেব।”
আরও পড়ুন- লিগ-শিল্ড জয় করেই পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বাগান কোচ জোসে মোলিনা
–
–
–
–
–
–
–