মদ্যপ যুবকদের থেকে বাঁচতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু চন্দননগরের তরুণীর

0
2

ইভটিজিং- এর জেরে দুর্ঘটনায় মৃত্যু চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মহিলা আধিকারিকের। বন্ধুদের নিয়ে গাড়ি করে গয়া যাচ্ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে তাঁদের গাড়ি ধাওয়া করছিলেন কয়েকজন যুবক। মদ খেয়ে লাগাতার কটূক্তি, নোংরা অঙ্গভঙ্গি করতে থাকেন অভিযুক্তরা। দ্রুত সেখান থেকে পালাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয় চন্দননগরের তরুণীর।

পুলিশ সূত্রে খবর, মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে তরুণীর গাড়ি গতি বাড়িয়েছিল। কিন্তু মত্ত যুবকদের গাড়ি তারপরও ধাওয়া করতে থাকে। তাঁদের হাত থেকে বাঁচতেই গাড়ি চলে যায় রাস্তার উল্টো লেনে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে বিপত্তি। পানাগড়ের কাছে গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে, তারপর একটি শৌচালয়ে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা বাকিদের আঘাত সামান্য হলেও ঘটনাস্থলেই চন্দননগরের তরুণীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ (Kanksa Police Station)। অভিযুক্তদের খোঁজ চলছে। জাতীয় সড়কে মহিলা হেনস্থা এবং মৃত্যু ঘিরে ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) জানিয়েছেন দ্রুত এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করতে হবে। পাশাপাশি মহিলা- পুরুষ নির্বিশেষে সকলকে আরও বেশি করে সচেতন করার কথাও বলেন তিনি।