বারাকপুরে টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ প্রতিবেশীর! গ্রেফতার অভিযুক্ত

0
1

টিউশন ক্লাস থেকে ফেরার পথে শারীরিক নিগ্রহের শিকার অষ্টম শ্রেণীর ছাত্রী। বারাকপুরের জাফরপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা নাবালিকা শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় শুভজিৎ বিশ্বাস (Subhajit Biswas) নামের প্রতিবেশী যুবক তাঁর পথ আটকায়। পড়ুয়া কিছু বুঝে ওঠার আগেই তাঁকে জোর করে এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বিধ্বস্ত অবস্থায় নাবালিকা বাড়ি ফিরেই জ্ঞান হারান। পরিবারের সন্দেহ হয়। ওই ছাত্রীকে জিজ্ঞেস করায় ধর্ষণের কথা জানায় সে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীর শুভজিতকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা জানিয়েছেন, যুবকের হাত থেকে বাঁচতে তিনি চিৎকার করলেও কিন্তু এলাকায় একটি অনুষ্ঠান চলায় কেউ সেই আর্তনাদ শুনতে পাইনি।নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।