জীবনতলায় কার্তুজ-কাণ্ডে এবার হাসনাবাদ থেকে উদ্ধার আরও একটি আগ্নেয়াস্ত্র।সোমবার এসটিএফ একটি দু ব্যারেলের বন্দুক উদ্ধার করে। এই নিয়ে এই কার্তুজ-কাণ্ডে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। হাসনাবাদে মাছের ভেড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করে এসটিএফ(stf)। ধৃত আব্দুল সেলিম গাজি ওরফে বাবলুর কাছে ছিল এই অস্ত্র। তাকে জেরা করে এই অস্ত্রের খোঁজ পাওয়া যায় বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে।
কয়েকদিন আগে জীবনতলা(jibantala) থানার ঈশ্বরীপুর এলাকায় তল্লাশি চালিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করে বেঙ্গল এসটিএফ। এলাকায় মাছের করবারের সঙ্গে যুক্ত অভিযুক্ত। ধৃতের নাম রশিদ মোল্লা। তাকে জীবনতলা থানার ঈশ্বরীপুর উজিরের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। এসটিএফ সূত্রে জানানো হয়, এলাকায় মাছের কারবার করে অভিযুক্ত। ভেড়িতে মাছ চাষ করে। ধৃতের ছেলেও বেশ কয়েক বছর আগে ভাঙড় এলাকা থেকে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল ।
রশিদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন হাসনাবাদের বাসিন্দা বছর চল্লিশের আশিক ইকবাল গাজি, দক্ষিণ ২৪ পরগনার বছর একাত্তরের বাসিন্দা হাজি রশিদ মোল্লা, পঁয়তাল্লিশ বছরের আবদুল সেলিম গাজি ও শান্তিপুরের জয়ন্ত দত্ত। এদের মধ্যে আবার জয়ন্ত কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারী বলে জানা গিয়েছে।
–
–
–
–
–
–
–
–