১০ হাজার কোটি দিলেও লাগু হবে না কেন্দ্রীয় শিক্ষানীতি: কেন্দ্রকে জবাব স্ট্যালিনের

0
1

কেন্দ্রীয় নির্দেশ অমান্য করলেই টাকা বন্ধ। বিরোধী রাজ্যগুলিকে বেকায়দায় ফেলতে এক সহজ খুড়োর কল বসিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার সেই খুড়োর কল থেকে বাংলার দেখানো পথেই বেরিয়ে এলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। শিক্ষাখাতে কেন্দ্রের টাকা বন্ধের পরেই তামিল মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি তাঁর রাজ্যে কোনওভাবেই বিভেদ তৈরি করা কেন্দ্রীয় শিক্ষানীতি (National Education Policy) তিনি লাগু করতে দেবেন না।

কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) নিয়ে বাংলাতেও একাধিক প্রতিবাদ হয়েছে। তামিলনাড়ুতে (Tamilnadu) নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি লাগু না করার কারণে কেন্দ্রের সরকার তামিলনাড়ুর ২ হাজার কোটি টাকা শিক্ষা খাতে আটকে রেখেছে। এই নিয়ে প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) দাবি, শিক্ষানীতি প্রয়োগ না করলে কোনওভাবেই তামিলনাড়ুকে টাকা দেওয়া হবে না। পাল্টা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) স্পষ্ট করে দিলেন, কেন্দ্র তাঁদের ২ হাজার কোটি টাকা আটকে রেখেছে শিক্ষা খাতে। কিন্তু তাদের কথা মেনে কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) তামিলনাড়ুতে লাগু হলে রাজ্য আরও ২০০০ বছর পিছিয়ে যাবে। তাই তাঁকে ১০ হাজার কোটি টাকা দেওয়া হলেও তিনি কেন্দ্রীয় শিক্ষানীতি লাগু হতে দেবেন না তালিমনাড়ুতে।

সেই সঙ্গে নীতি লাগু না করার ব্যাখ্যা হিসাবে জানান, এই নীতিতে তিন ভাষায় শিক্ষার কারণে রাজ্যের মানুষের মধ্যে ভাষার প্রভেদ তৈরি হবে। যা মানুষের সামাজিক জীবনে অশান্তির কারণ হবে। বিজেপি বিভাজনের রাজনীতি (divisive politics) প্রয়োগ করে তিন ভাষা নীতি এনেছে শিক্ষায়। যার মধ্যে দিয়ে তামিল ঐক্য নষ্ট করার চেষ্টা করছে বিজেপি।

তবে শুধু বিভাজনের রাজনীতি নয়, কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) লাগু হলে রাজ্যে স্কুলছুটের সংখ্যা বাড়বে বলেও দাবি করেন তিনি। তাঁর যুক্তি, কেন্দ্রীয় শিক্ষানীতিতে তৃতীয়, পঞ্চম, অষ্টম শ্রেণিতে পাশফেল না থাকায় পড়ুয়াদের মধ্যে স্কুলে যাওয়ার আগ্রহ কমবে। পরীক্ষা না দিয়ে পাশ করে গেলে স্কুলে না যাওয়ারই মানসিকতা তৈরি হবে পড়ুয়াদের মধ্যে। সেই সঙ্গে এই নীতিকে তিনি সামাজিক ন্যায় বিরোধী বলেও দাবি করেন।