ছুটির দিনে দুর্যোগের পূর্বাভাস। রবিবাসরীয় শহরে সকাল থেকে পরিষ্কার আকাশে রোদের দেখা মিললেও, বেলা বাড়তেই ঝড়- বৃষ্টির দুর্যোগ শুরু হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পাশাপাশি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টিপাত চলবে। সোমবার থেকে কমবে বৃষ্টির (Rain) পরিমাণ।
রবিবাসরীয় দুপুরে মরু শহরে ভারত বনাম পাকিস্তানের মহারণ দেখার জন্য সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে বাঙালি। কিন্তু সময় যত এগোবে ততই বাড়বে প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা হাওয়া অফিসের কর্তাদের। বিকেলের পর থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতার সংলগ্ন শহরতলীর জেলায় জেলায়। ১১ জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ থাকবে হাওয়ার। তিন জেলায় দুর্যোগের আশঙ্কা। দুই চব্বিশ পরগনা এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে।
–
–
–
–
–
–
–
–
–





























































































































