মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krishnendu Narayan Chowdhury) ফোন করে খুনের হুমকি দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবারই ‘ডি কোম্পানি’র ‘প্রদীপ’ বলে দাবি করা ব্যক্তি শাহদাতকে গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার ওয়াসিম আক্রম (Wasim Akram) নামে আরেক অভিযুক্ত। তিনি তৃণমূল নেতাকে ফোন করে হুমকি দেওয়ার জন্য শাহদাতকে সিম সরবরাহ করেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। মূল অভিযুক্তের সঙ্গে ওয়াসিমের কী সম্পর্ক বা আর কার কার সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত শাহদাত (Shahdat) আসলে মালদহের বাসিন্দা। শুধুমাত্র হুমকি ফোন করতেই মালদহ থেকে কলকাতায় পৌঁছে যান তিনি। শাহদাতের মা অবশ্য দাবি করেছেন, ছেলে নির্দোষ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে হুমকি-ফোনের জন্য আলাদা একটি সিম কার্ড জোগাড় করেন ওই যুবক এবং তাঁর সঙ্গীরা। সেই সূত্র ধরেই ওয়াসিমকে গ্রেফতার করা হলো।
–
–
–
–
–
–
–
–
–





























































































































