গভীর রাতে কল্যাণীতে (Kalyani) মর্মান্তিক দুর্ঘটনা।সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়াগাছায় মিলন মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে (Cylinder blast) মৃত্যু হল এক ২২ বছরের এক যুবতীর । আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবতীর নাম মুসকান মণ্ডল (Muskan Mondal)। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে গুরুত্বর আহত হন তিনি। গুরুতর অবস্থায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে (Kalyani JNM Hospital) ভর্তি বেলুন বিক্রেতা শরিফুল মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমসে (AIIMS Kalyani) চিকিৎসাধীন রফিকুল নামের আরেক বিক্রেতাও। গুরুতর আহত অবস্থায় আরও এক আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতা SSKM হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বেলুন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। প্রশাসনের তরফে আপাতত মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে দেখতে তদন্তে কল্যাণী থানার পুলিশ(Kalyani Police)।
–
–
–
–
–
–